বুধবার ৮ মে ২০২৪ - ১৩:৪৫
কবি: মুক্তার হোসেন শাহ

হাওজা / মা বিরল অনুভূতি আত্ম ত্যাগের নাম

কবি: মুক্তার হোসেন শাহ

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,

মা

মা যে বিরল অনুভূতি

আত্ম ত্যাগের নাম

মা যে না খেয়ে

সন্তানের খাওয়ানোর নাম

মা যে বিনা পারিশ্রমিকের শ্রমিক

করে শ্রম অবিরাম

মা যে দশ মাস না ঘুমিয়েও

সন্তান কোলে মিষ্টি হাসির নাম

মা যে সবার শ্রেষ্ঠ আপন

কেউ হবে না যার সমান

মা যে আমার বৃদ্ধ কালেও

মাথায় হাত বুলানোর নাম

মা হলো যে শ্রেষ্ঠ সওগাত

খোদার দেওয়া নাম।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha